রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:০২ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান যাবে না ভারত, খেলতে চায় ‘হাইব্রিড’ মডেলে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

ভারতীয় দলকে পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলাতে পিসিবির (পাকিস্তান ক্রিকেট বোর্ড) নানা উদ্যোগ কোনো কাছে আসছে না। সর্বশেষ রোহিত শর্মা ও বিরাট কোহলিদের পাকিস্তানে খেলা স্বাভাবিক করে তুলতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের কথাও বলেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তাতেও সায় দেয়নি ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।

দ্বিপাক্ষিক সিরিজ তো নয়ই, এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়্ন্স ট্রফি খেলতেও পাকিস্তান যেতে চায় না ভারতীয়রা। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) এর এক প্রতিবেদনে জানা গেছে এসব তথ্য।

উল্লেখ্য, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। আইসিসির এই বড় আসরও পাকিস্তানের মাটিতে গিয়ে খেলতে চায় না ভারত। এর জন্য ভেন্যু পরিবর্তন করতে বলছে বিসিসিআই। অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে চায় ভারত। মানে হলো, ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে অন্য কোনো দেশে আয়োজনের দাবি করছে বিসিসিআই।

বিসিসিআই সূত্রের বরাতে আইএএনএস বলছে, ‘দ্বিপাক্ষিক সিরিজ ভুলে যান…। এমনকি ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির জন্যও পাকিস্তানে না যেতে পারেন। ভেন্যু পরিবর্তন হতে পারে। হাইব্রিড মডেলেও করার সম্ভাবনা আছে।’

বিসিসিআই আরও বলছে, ‘ভারতীয় বোর্ডের পাকিস্তান ভ্রমণের জন্য সরকারের কাছ থেকে অনুমতি লাগবে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কও তেমন ভালো নয়।’

চ্যাম্পিয়ন্স ট্রফি আইসিসির আয়োজন হওয়া সত্ত্বেও ভারতের অংশগ্রহণ সরকারি নির্দেশের উপর নির্ভর করে, এমনটি জানিয়ে বিসিসিআই বলেছে, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি একটি আইসিসি ইভেন্ট। তাই এটি ভারতের জন্য একটি কঠিন সিদ্ধান্ত হবে। কিন্তু সরকারের নির্দেশ/সবুজ সংকেত ছাড়া কিছুই করার নেই। দ্বিপাক্ষিক সিরিজ আমি অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি না। এটি প্রায় অসম্ভব।’

২০১২-১৩ সালে সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর ভারত ও পাকিস্তানের মধ্যে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়নি। গেল বছর এশিয়া কাপ পাকিস্তানের আয়োজন হলেও, সেখানে খেলতে যায়নি ভারত। রোহিতদের ম্যাচগুলো হয়েছিল শ্রীলঙ্কার মাটিতে। তবে ভারতীয় দল পাকিস্তানে না গেলেও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান দল ঠিকই ভারতের মাটিতে খেলতে গেছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD