শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন্স লিগে এক রাতেই ৪৩ গোল!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

পাগলাটে এক রাতের স্বাক্ষী থাকল ফুটবলপ্রেমীরা। গতকাল (মঙ্গলবার) রাতে চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতিটি ম্যাচেই গোল বন্যা দেখা গেল। প্যারিস সেইন্ট জার্মেই থেকে বার্সেলোনা —প্রায় সব ক’টি বড় দলই জিতেছে বড় ব্যবধানে। সব মিলিয়ে ৯টি ম্যাচে ৪৩টি গোল হয়েছে। ৬টি দল চার বা তার বেশি গোল করেছে। এ ছাড়া ৫টি লাল কার্ড এবং ৬ পেনাল্টিও ছিল খ্যাপাটে এই রাতে।

সবচেয়ে বেশি গোল হয়েছে পিএসজি–লেভারকুসেনের ম্যাচে। ৯ গোলের এই ম্যাচে পিএসজি জিতেছে ৭–২ গোলে। এ ছাড়া বার্সেলোনা ৬-১ গোলে হারিয়েছে অলিম্পিয়াকোসকে। পিএসভি আইন্দোভেনের কাছে নাপোলির ২-৬ গোলে হার দিনের অঘটন। আর্সেনাল, ইন্টার মিলান জিতেছে চার গোলে।

পিএসজির সাত গোল

জাবি আলোনসোর অধীনে গত মৌসুমের দারুণ চমক দেখিয়েছিল লেভারকুসেন। কোচ-খেলোয়াড়ের পাশাপাশি অনেক কিছুই বদলে গেছে জার্মান ক্লাবটিতে। চমক জাগানিয়া সেই ছন্দ আর অবশিষ্ট নেই। ঘরের মাঠ বে অ্যারেনায় পিএসজির বিপক্ষে খেলতে নেমে সুবিধা করতে পারেনি লেভারকুসেন। প্রথমার্ধেই তারা চার গোল হজম করে। যদিও শোধ করেছে এক গোল। তবে দুই দলই চার মিনিটের ব্যবধানে একটি করে লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়ার্ধে আরও তিন গোলে পিএসজির বড় জয় নিশ্চিত হয়েছে।

লেভারকুসেনের মাঠে প্রথমার্ধে ৪-১ গোলে এগিয়ে যায় পিএসজি। উইলিয়াম পাচো প্রথম গোল করেন। এরপর ফরাসি জায়ান্টদের পক্ষে জোড়া গোল করেছেন দেজিরে দুয়ে, এ ছাড়া খিচা কাভারাৎস্খেলিয়া, নুনো মেন্দেস, উসমান দেম্বেলে ও ভিতিনিয়া একবার করে স্কোরবোর্ডে নাম তোলেন। প্রথমার্ধে দুই দলই দশ জনে হয়ে যায়। লাল কার্ড দেখেন লেভারকুসেনের রবার্ট আনড্রিখ ও পিএসজি ডিফেন্ডার ইলিয়া জাবারনি। লেভারকুসেনের হয়ে দুই অর্ধে দু’টি গোল আলেক্স গার্সিয়ার।

হ্যাটট্রিক ফারমিনের

চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচ হেরে একটু চাপে ছিল বার্সেলোনা। মঙ্গলবার তারা ৬-১ ব্যবধানে হারিয়েছে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসকে। হ্যাটট্রিক করেছেন ফারমিন লোপেজ। জোড়া গোল মার্কাস রাশফোর্ডের। একটি গোল লামিনে ইয়ামালের। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের সান্তিয়ানো হেজে লাল কার্ড দেখেন। তারপর চারটি গোল করে বার্সা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেছেন লোপেজ।

আর্সেনাল, ইন্টারের চার গোল

গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোয়ার্টারে হারিয়েছিল আর্সেনাল। এবার মাদ্রিদের আরও এক ক্লাব অ্যাতলেতিকোকে ৪-০ গোলে হারাল তারা। জোড়া গোল করলেন ভিক্টর গিয়োকেরেস। সাত ম্যাচ পর গোল পেলেন তিনি। বাকি দু’টি গোল গ্যাব্রিয়েল মাগালহায়েস এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির। অন্যদিকে, ইউনিয়ন সঁ জিলোয়াসকে ৪-০ গোলে হারিয়েছে ইন্টার। একটি করে গোল করেছেন ডেনজেল ডামফ্রাইস, লাউতারো মার্টিনেজ, হাকান চ্যালহানোগ্লু এবং ফ্রান্সেসকো পিয়ো এসপোসিতো।

থামছেন না হালান্ড

ম্যানচেস্টার সিটি ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। একটি গোল আর্লিং হালান্ডের। চলতি মৌসুমে ১৪টি ম্যাচে ২৪টি গোল করলেন তিনি। টানা ১২টি ম্যাচে গোল করলেন। আরেক ইংলিশ ক্লাব নিউক্যাসল ৩-০ গোলে হারিয়েছে বেনফিকাকে। জোড়া গোল হার্ভে বার্নসের। কোপেনহাগেনকে ৪-২ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। নাপোলি ২-৬ হেরেছে আইন্দোভোনের কাছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD