শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:২৯ অপরাহ্ন

জেএসসি-পিএসসি পরীক্ষা নেওয়ার তথ্য গুজব: শিক্ষা মন্ত্রণালয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পুনরায় চালু হচ্ছে বলে যে তথ্য ছড়িয়ে পড়েছে সেটি গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রচার করছেন যে, প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে ফিরে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৪ সালে আগের নিয়মে জেএসসি ও পিইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব তথ্য মিথ্যা ও বানোয়াট এবং ভিত্তিহীন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্যও সবার প্রতি অনুরোধ করছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে গতানুগতিক পরীক্ষার বদলে দক্ষতা নির্ভর মূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে এ
নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

কয়েকদিন ধরে বিভিন্ন ফেসবুক পেজে শিক্ষা পদ্ধতি নিয়ে কিছু পোস্ট দেওয়া হয়। তাতে লেখা নতুন কারিকুলাম আবার ফিরে যাচ্ছে আগের পরীক্ষা পদ্ধতিতে! ২০২৪ ব্যাচ থেকে পিইসি ও জেএসসি পরীক্ষা নেওয়ার চূড়ান্ত ঘোষণা। তবে এ তথ্য গুজব বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD