শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

ঝরে পড়া শিশুদের পুনর্বাসনে ইউসেপকে সহায়তা করছে কানাডা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে ঝরে পড়া শিশুদের শিক্ষা ও কর্মদক্ষতার মূলধারায় ফিরিয়ে আনতে আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রাম (ইউসেপ)–কে সহায়তা করছে কানাডা।

ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল করিমের সঙ্গে সাক্ষাৎ করে এ কথা জানান কানাডার প্রতিনিধি ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।

মঙ্গলবার (২১ অ‌ক্টোবর) এক বার্তায় এই তথ্য জানায় ঢাকাস্থ কানাডিয়ান হাইকমিশন।

বার্তায় বলা হয়, ইউসেপ বাংলাদেশের উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। যেখানে শিক্ষা থেকে ঝরে পড়া শিশু, তরুণদের সাধারণ ও কারিগরি শিক্ষার মাধ্যমে পুনর্বাসন করা হচ্ছে। একই সঙ্গে পরিবার ও সম্প্রদায়কে সম্পৃক্ত করা হচ্ছে যেন তারা তাদের সন্তানদের শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে সক্রিয় ভূমিকা রাখতে পারে।

ইউসেপ বাংলাদেশ সরকারের পাশাপাশি নিয়োগকর্তা, প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলছে, যাতে এই উদ্যোগগুলোর স্থায়িত্ব ও প্রাতিষ্ঠানিকীকরণ নিশ্চিত হয়। প্রতিষ্ঠানটি ‘কাউকে পেছনে ফেলে নয়’ অভিযানের চেতনাকে বাস্তবায়ন করে সামাজিক অন্তর্ভুক্তিকে আরও জোরদার করতে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD