মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, ‘যদি ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীরকে (ওয়েস্ট ব্যাংক) দখল বা সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সংবাদমাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা ঘটবে না, কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি। আর এখন এটা করা (দখল) সম্ভব নয়। আমরা আরব দেশগুলোর কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি। যদি এটা হয় তাহলে ইসরাইল যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে।’
ট্রাম্প জানান, তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। তবে তার পর যদি এমন কোনো প্রেসিডেন্ট আসেন, যিনি তার মতো সম্মান আদায় করতে ব্যর্থ হন, তাহলে সবকিছু ভেঙে পড়তে পারে।
তিনি বলেন, ‘আমি থাকাকালীন সময়টা কেবল আরও ভালো হবে, আরও শক্তিশালী হবে এবং একদম নিখুঁত হবে। ঠিক আছে? দারুণ হবে। কিন্তু আমার পর কী হবে, সেটা বলতে পারি না। জানো তো, খারাপ প্রেসিডেন্টও আসতে পারে। যদি খারাপ প্রেসিডেন্ট আসে, তাহলে সব কিছু খুব সহজেই শেষ হয়ে যেতে পারে… কিন্তু যদি তারা প্রেসিডেন্টকে সম্মান করে, তাহলে দীর্ঘমেয়াদি সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হবে।’
এর আগে গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি জর্ডান নদীর পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার অনুমতি ইসরাইলকে দেবেন না।
সংবাদমাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে জানিয়েছে, হোয়াইট হাউস নেতানিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে সংঘাত অব্যাহত থাকলে ইসরাইল আন্তর্জাতিকভাবে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে।