শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুরোধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ অক্টোবর, ২০২২

চেচনিয়া নেতা রমজান কাদিরভ বলেছেন, ইউক্রেনের ওপর ‘লো ইয়েল্ড’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি রাশিয়ার বিবেচনা করা উচিত।

যুদ্ধক্ষেত্রে সাম্প্রতিক সময়ে রুশ সেনারা পরাস্ত হওয়ার পর এমন আহ্বান জানালেন কাদিরভ। তাছাড়া রুশ কমান্ডারদের কড়া সমালোচনা করেছেন কাদিরভ।

শনিবার টেলিগ্রামে এই চেচেন নেতা লিখেছেন, আমার ব্যক্তিগত মতামত হলো, যেন আরও কঠিন পদক্ষেপ নেওয়া হয়৷ সীমান্ত এলাকায় মার্শাল ল জারি করা এবং লো ইয়েল্ড পারমাণবিক অস্ত্র ব্যবহার করার বিষয়টি বিবেচনা করা উচিত।

এদিকে দোনবাসের গুরুত্বপূর্ণ শহর লাইমান পুনর্দখল করার দ্বারপ্রান্তে আছে ইউক্রেনের সেনারা। এ শহরটি হাতছাড়া হলে দোনেৎস্কের পূর্বাঞ্চলে রুশ সেনাদের রসদ পরিবহন এবং সামরিক কার্যক্রম ব্যহত হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD