মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

বিএনপি সরকারে এলে জিডিপির ৫ শতাংশ শিক্ষায় ব্যয় করবে : শামা ওবায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বিএনপি ক্ষমতায় এলে জিডিপির অন্তত ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

শনিবার (১০ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানিয়ে তিনি বলেন, শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তাভাবনা আছে। আমাদের ৩১ দফার ২৫ নম্বরে খুব পরিষ্কারভাবে শিক্ষাব্যবস্থার কথা বলা হয়েছে। আমরা জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে জিডিপির ন্যূনতম ৫ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব।

‘বিজ্ঞান শিক্ষার নীতি ও বাস্তবতা : বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম (বিএসসিএফ)। তিন দিনব্যাপী অ্যাস্ট্রোনমি ক্যাম্পের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের ক্যাম্পে রাজশাহী ও বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে শামা ওবায়েদ বলেন, ছোট থাকতে আমরা প্রাইমারি স্কুলে শিখেছিলাম— শিক্ষাই জাতির মেরুদণ্ড। এখন মনে হচ্ছে, জাতির মেরুদণ্ড নেই, অথবা ভেঙে যাচ্ছে। আমাদের শিক্ষাব্যবস্থায় প্রথম গলদ হচ্ছে, আমরা সন্তানদের নিজেদের পছন্দমতো বিষয়ে পড়তে দিই না। দ্বিতীয়ত, শিক্ষাটা এখন ব্যবসায় পরিণত হয়েছে।

জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের সমালোচনা করে বিএনপির এই নেত্রী বলেন, গত ১৭ বছরে প্রায় প্রতিটি জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি ও কৃষি বিশ্ববিদ্যালয় করা হয়েছে। শুধু দুর্নীতি করার জন্যই এসব অবকাঠামো তৈরি করা হয়েছে— পড়াশোনার জন্য নয়। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রকল্পের লোকজনের চুরির সুযোগ তৈরির জন্যই বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠা করা হয়েছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তরুণ নারীনেত্রী উমামা ফাতেমা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক রায়হানা শামস ইসলাম, ইনস্টিটিউট অব ইনফরমেটিকস অ্যান্ড ডেভেলপমেন্টের (IID) প্রধান নির্বাহী সাঈদ আহমেদ এবং রাজবাড়ী সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক রেজাউল করিম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD