শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

সীমান্তে টিটিপির হামলা ৫ পাকিস্তানি সেনা নিহত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে তেহরিক-এ-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিদের গুলিতে প্রাণ হারিয়েছেন দেশটির সেনাবাহিনীর পাঁচ সেনা সদস্য।

পুলিশ জানায়, একটি সরকারি গ্যাস উত্তোলন সংস্থার কর্মীদের পাহারার দায়িত্বে ছিলেন তারা।

তালেবানের হামলায় আহত হয়েছে আরও কয়েকজন জওয়ান। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে আট জঙ্গি নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলাকারীরা তেহরিক-এ-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় কোট লালুর কাছে সুই নর্দার্ন গ্যাস পাইপলাইন সংস্থার কর্মীদের পাহারা দিচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা।

এ সময় তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তালেবান জঙ্গিরা। তাতেই প্রাণ হারান ৫ জওয়ান।

পাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, জঙ্গিদের নিশানা ছিল ওই গ্যাস পাইপলাইন প্রকল্প। ওই প্রকল্প হলে খাইবার পাখতুনখোয়ার মানুষজনের কর্মসংস্থান হবে। তারা অনেক সুযোগ-সুবিধা পাবেন।

এ সব কারণেই প্রকল্পটি জঙ্গিরা বন্ধ করতে চায় বলে দাবি পাকিস্তানি প্রশাসনের। আহতদের ডেরা ইসমাইল খানের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গত এক সপ্তাহ ধরে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষ চলেছে। রক্ত ঝরেছে সীমান্তে। বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার তার মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়ায়। পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা প্রদেশে।

তার পরেই শান্তিচুক্তির জন্য বৈঠকে বসে আফগানিস্তান এবং পাকিস্তান। এবার পাকিস্তান জানাল, আফগান তালেবানের একাংশের ভ্রাতৃপ্রতিম সংগঠন বলে পরিচিত টিটিপির হামলায় নিহত পাঁচ জওয়ান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD