বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :

৬ দিনে রেমিট্যান্স এলো ৬৭৩৪ কোটি টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চলতি অক্টোবরের প্রথম ছয় দিনে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ৫৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ছয় হাজার ৭৩৪ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। এর মধ্যে গতকাল সোমবার (৬ অক্টোবর) এক হাজার ৫৭৩ কোটি ৮০ লাখ টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গত বছরের অক্টোবরের প্রথম ছয় দিনে প্রবাসী আয় এসেছিল ৫৭ কোটি ৪০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় কমেছে দুই কোটি ২০ লাখ ডলার বা তিন দশমিক ৮০ শতাংশ।

অপরদিকে, চলতি বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত প্রবাসী আয় এসেছে ৮১৩ কোটি ৭০ লাখ ডলার। গত বছরের ১ জুলাই থেকে ৬ অক্টোবর পর্যন্ত একই সময়ে প্রবাসী আয় এসেছিল ৭১১ কোটি ৬০ লাখ ডলার। এই সময়ের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১০২ কোটি ১০ লাখ ডলার বা ১৪ দশমিক ৩০ শতাংশ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD