বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মোটরসাইকেলে এসে প্রাইভেটকারে থাকা বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ আবদুল হাকিম (৬৫) নামে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। তিনি রাউজান থেকে প্রাইভেটকারে চট্টগ্রামে ফেরার পথে হাটহাজারী এলাকায় অস্ত্রধারীদের হামলার মুখে পড়েন। এসময় গাড়িতে থাকা আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে হাটহাজারী উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট বাজারের পানি শোধনাগার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আবদুল হাকিমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা পুলিশ সূত্র জানিয়েছে, মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

জানা গেছে, নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। পাশাপাশি তার ভেষজ পণ্য ও বালুর ব্যবসাও ছিল।

আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন। তবে তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে আবদুল হাকিম গ্রামের খামারবাড়ি থেকে অন্য একজনসহ ব্যক্তিগত গাড়িতে চড়ে কাপ্তাই সড়ক হয়ে চট্টগ্রাম নগরের দিকে যাচ্ছিলেন। গাড়িতে তিনি চালকের পাশের সিটে বসা ছিলেন। মদুনাঘাট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল আরোহী একদল অস্ত্রধারী তার গাড়ির পিছু নেয়। একপর্যায়ে তারা গাড়িটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এতে গাড়িতে থাকা দুজনই গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো উদঘাটন হয়নি। তবে আমাদের টিম মাঠে কাজ করছে।

হামলাকারীদের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, একদল মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত আবদুল হাকিমের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD