শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

গাজায় ত্রাণ পৌঁছানো ‘অত্যন্ত জরুরি’ : ম্যাক্রোঁ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গাজায় মানবিক ত্রাণ সরবরাহের পথগুলো অবিলম্বে পুনরায় চালু করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) তিনি বলেছেন, যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য এই গুরুত্বপূর্ণ ত্রাণ পৌঁছানো ‘অত্যন্ত জরুরি’। খবর এএফপির।

স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলবের সঙ্গে লুব্লিয়ানায় এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, গাজার পরিস্থিতি এখনো অত্যন্ত নাজুক।

ম্যাক্রোঁ আরও বলেন, আমরা আমাদের ইউরোপীয়, আরব ও মার্কিন অংশীদারদের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে চাই যেন দ্রুত মানবিক স্থান এবং রুটগুলো পুনরায় চালু করা হয়, এবং এটি অত্যন্ত জরুরি। যাতে জনগণের কাছে সাহায্য, খাদ্য ও মৌলিক প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেওয়া যায়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD