হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান।
তিনি জানান, অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আজ সকাল ১০টার দিকে ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন।
এর আগে তিনি হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে ১২টায় তার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের চিকিৎসকরা বৈঠক করেন বলে জানান মুজিবুর রহমান।
গত ২ জুন দিবাগত রাতে জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা নিয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন অ্যাডভোকেট সাহারা খাতুন। হাসপাতালে বেশ কয়েকবার পরীক্ষায় তার করোনাভাইরাস নেগেটিভ এসেছে।
সাহারা খাতুন দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১২ সাল পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি। পরে মন্ত্রিপরিষদে রদবদল হলে তাকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।