শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

আজ পবিত্র শবে কদর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

আজ বুধবার (২০মে) দিবাগত রাতে পবিত্র শবে কদর। লাইলাতুল কদরকে মহিমান্বিত বরকতময় রাত বলা হয়। ইসলাম ধর্ম মতে, বছরের সর্বাধিক বরকতময় রাত। কুরআন ও হাদিসে এর নাম লায়লাতুল কদর।

শব ফারসি শব্দ, অর্থ রাত। আর কদর আরবি শব্দ, অর্থ মর্যাদা, ক্ষমতা। শবে কদর অর্থ মর্যাদার রাত। এই পবিত্র রাতে হেরা গুহায় নবী করীম (সা.) এর কাছে আল-কুরআনের প্রথম সুরার (সুরা-আলাক) পাঁচটি আয়াত নাজিল হয়। পবিত্র কুরআনে কদর নামে স্বতন্ত্র একটি সুরাও রয়েছে।

এই মহিমান্বত রাতটি মুসলমানরা ইবাদত করে পালন করেন। বুখারি হাদিসে বলা হয়েছে, রাসুলুল্লাহ (সা.) রমজান মাসের শেষ ১০ দিন ইতিকাফ করতেন। আর বলতেন, ‘তোমরা রমজানের শেষ ১০ রাতে শবে কদর সন্ধান করো।’

তিনি আরও বলেছেন, ‘মাহে রমজানের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোতে তোমরা শবে কদর সন্ধান করো।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD