ঢাকা : করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা সুপ্রিমকোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ দেশের অধস্তন আদালত সমূহ খোলার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে শনিবার। এজন্য আগামী ৩০ মে, শনিবার ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বৃহস্পতিবার (২৮) সুপিমকোর্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
মহামারি করোনার কারণে গত ২৬ মার্চ থেকেই বন্ধ রয়েছে দেশের সব আদালত। তবে গত ১১ মে থেকে দেশব্যাপী চালু হয় ভার্চুয়াল কোর্ট। এরপর থেকে জামিনসহ জরুরি মামলাসমূহ ভার্চুয়াল কোর্টেই নিষ্পত্তি হয়ে আসছে।
করোনাভাইরাস জনিত কোভিড-১৯’র বিস্তার রোধ ও পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে আগামী ৩১ মে থেকে শর্তসাপেক্ষে সীমিত পরিসরে অফিস ও জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত ১৫ জুন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে ঘোষণা করা হয়। এ প্রেক্ষিতে প্রধান বিচারপতি ফুল কোর্ট সভা ডেকেছেন। সভায় আদালত খোলা এবং বর্তমান পরিস্থিতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যায় ইত্যাদি বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
করোনার কারণে সরকারি ছুটির সঙ্গে গত ২৬ মার্চ থেকে সব আদালতে ছুটি ঘোষণা করা হয়। এরপর কয়েক দফা বাড়িয়ে তা ৩০ মে পর্যন্ত তা বৃদ্ধি করা হয়।