করোনাভাইরাসের কারণে সাধারণ জনগণের মতো বিপাকে পড়েছেন বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন গনও । তাদের সাহায্যে এগিয়ে এসেছে বান্দরবান জেলা পরিষদ। সাত উপজেলার ৭২২ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আর্থিক সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে অনেক কষ্টে জীবিকা নির্বাহ করছেন ইমাম-মুয়াজ্জিনরা। কিন্তু তাদের কথা কেউ ভাবছে না।
তাই তারা যেন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারেন সেজন্য জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। আগামী সোমবার থেকে এই সহায়তা তাদের কাছে পৌঁছে যাবে, যোগ করেন এই কর্মকর্তা।
জানা গেছে, জেলা পরিষদের পক্ষ থেকে তাদের জন্য ইতোমধ্যে সাত লাখ ২২ হাজার টাকা বরাদ্দ ধরা হয়েছে। এর মধ্যে সদর উপজেলার ১৩০, রোয়াংছড়িতে ১১, রুমায় ছয়, থানচিতে তিন, আলীকদমে ৬২, লামায় ২৬০ এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ২৫০ ইমাম ও মুয়াজ্জিনকে এ সহায়তা দেয়া হবে।