বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় ইরানে নিহত অন্তত ১২৮, আহত ৯০০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫

ইসরায়েলের হামলায় ইরানে অন্তত ১২৮ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও কমপক্ষে ৯০০ জন। ইরানে শনিবার দুপুর পর্যন্ত ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটেছে বলে ইরানি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।

তবে ইরানের কিছু সংস্থা ও সংবাদমাধ্যম ইসরায়েলি হামলায় হতাহতের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইরানের গণমাধ্যমের তথ্য সঠিকভাবে নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছে।

এর আগে, শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, তেহরানের একটি ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ৬০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনই শিশু। দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর বলেছেন, সেখানে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের ৩০ জনই সামরিক বাহিনীর সদস্য এবং একজন ইরানি রেড ক্রিসেন্ট কর্মী।

ইরানের রেড ক্রিসেন্ট বলেছে, পশ্চিম আজারবাইজান প্রদেশে একটি অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় অ্যাম্বুলেন্সের দুই কর্মী নিহত হয়েছেন। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দু’দিন আগে বলেছিলেন, ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, গত তিন দিনে অন্তত ৩০ জন নারী ও শিশু নিহত হয়েছেন। তবে তিনি মোট মৃত্যুর সংখ্যা জানাতে পারেননি।

ইরানের সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, বিভিন্ন হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অন্তত ১৮ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারও রয়েছেন।

এছাড়া ইরানের বিভিন্ন অঞ্চলে পৃথক হামলায় দেশটির অন্তত ১৪ পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD