করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বন্ধ রয়েছে ঘরোয়া ক্রিকেট লিগও। যে কারণে আর্থিক কষ্টে রয়েছেন দেশের লোকাল ক্রিকেটাররা।
আর তাদের কথা চিন্তা করেই ঈদুল ফিতরের পর প্রিমিয়ার লিগ শুরু করার জন্য প্রস্তাব করবে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)।
শনিবার (৯ মে) কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল বলেন, আজ (শনিবার) বিকেলে আমরা কোয়াবের সদ্যসরা অনলাইনে মিটিং করেছি, সেখানে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার ক্রিকেট লিগ চালুর জন্য সিসিডিএমকে চিঠি দেব।
কোয়াবের অনলাইন মিটিংয়ে উপস্থিত ছিলেন, কোয়াব সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় দলের সাবেক অধিনায়ক বোর্ড পরিচালক আকরাম খান, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকসহ অনেকেই।
প্রসঙ্গত, করোনায় অস্বচ্ছল ক্রিকেটার, আম্পায়ার, স্কোরার, মাঠকর্মীসহ ক্রিকেট সংশ্লিষ্টদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও গ্রহণ করা হয় কোয়াবের বৈঠকে।
লাইট নিউজ