শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন

ঈদের আগেই রেমিট্যান্সের পালে হাওয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

করোনাভাইরাসের মুহূর্তেও রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। ঈদ সামনে রেখে আত্মীয়-স্বজনদের জন্য দেশে অর্থ পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি মে মাসের ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১০৯ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ হাজার ৩০০ কোটি টাকা। যদিও গত এপ্রিলের পুরো মাসে ১০৮ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। বুধবার কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, আস্তে আস্তে এখন বিশ্ব পরিস্থিতি উন্নত হচ্ছে। অনেক দেশ স্বাভাবিক হচ্ছে, ব্যবসা-বাণিজ্য চালু করছে। যে কারণে ঈদের আগে আবারও রেমিট্যান্স পাঠানো শুরু করেছেন প্রবাসীরা।

এদিকে রেমিট্যান্সে সরকার ঘোষিত ২ শতাংশ প্রণোদনা প্রবাসীরা সহজে যেন পান, সেজন্য বেশ কিছু শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতদিন দেড় লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সের প্রণোদনায় কোনও ধরনের কাগজপত্র লাগতো না। এখন এর আওতা বাড়ানো হয়েছে।

গত ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো পাঁচ হাজার ডলার বা পাঁচ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে বিনা শর্তে কোনও ধরনের কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রদান করা হবে। পাশাপাশি পাঁচ লাখ টাকার ওপরে কাগজপত্র জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। এতদিন প্রণোদনা পেতে হলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রাপক ওঠানোর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতো। এখন তা বাড়িয়ে দুই মাস করা হয়েছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD