সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

ঈদের আগে খুলছে না বসুন্ধরা সিটি শপিং মল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : ঈদের আগে খুলছে না দেশের অন্যতম বৃহৎ শপিং মল বসুন্ধরা সিটি শপিং মল। ব্যাপক লোক সমাগম থেকে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৬ মে) এ তথ্য নিশ্চিত করেছে বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (তথ্য ও গণমাধ্যম) মোহাম্মদ আবু তৈয়ব।

তিনি জানান, বসুন্ধরার স্লোগানই হলো- দেশ ও মানুষের কল্যাণে। আর তাই দেশের এই সংকটকালে করোনার প্রাদুর্ভাবের বিষয়টি চিন্তা করেই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান শপিং মলটি না খোলার এ সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, শপিংমলটি খুললে সেখানে লাখ লাখ লোক প্রতিদিন যাতায়াত করবে। এতে করে সামাজিক দূরত্ব বাজায় রাখা কোনোভাবেই সম্ভব হবে না।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে শুরু হওয়া সাধারণ ছুটিতে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার ঈদের কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে দোকানপাট খোলা হবে বলে জানান। এরপর ১০ মে থেকে বিপণিবিতান খুলে দেওয়ার আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া যমুন ফিউচার পার্কও ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

লাইট নিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD