মালয়েশিয়ার উপকূলের কাছ থেকে প্রায় ২৭০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটক কছে দেশটি। রোহিঙ্গা বোঝাই টলারটি মালয়েশিয়া উপকূলে অবতরণের চেষ্টা করলে দেশটির কোস্টগার্ড তাদের আটক করে। তবে ঐ ট্রলারে থাকা আরও দু’শ জন যাত্রীর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কোনো ধারনা পাওয়া যায়নি।
এ শরণার্থীরা একটি ট্রলারে প্রায় দু’মাস ধরে সাগরে ভেসে বেড়াচ্ছিলেন। তাদের বহন করা ট্রলারটি ক্ষতিগ্রস্ত হলে তারা অবতরণ করার চেষ্টা করেন। অনেকেই সাগরে লাফ দিয়ে সাঁতার কাটতে থাকেন। এসময় কোস্টগার্ডরা ২৭০ জন রোহিঙ্গাকে আটক করে।
এদিকে মানবাধিকার সংস্থাগুলো রোহিঙ্গাবাহী জাহাজগুলোকে নোঙ্গর করার অনুমতি দেওয়ার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে, বিপুল সংখ্যক মুসলিম রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে পালিয়ে গেছে। যেখানে তারা নির্মম নির্যাতনের মুখোমুখি হয়েছেন। রোহিঙ্গাদের অনেকেই প্রতিবেশী বাংলাদেশে পাড়ি জমান। প্রায় ১০ লাখ রোহিঙ্গাদের আবাসস্থল কক্সবাজারের রোহিঙ্গা শিবির।
মিয়ানমারে নির্যাতনে শিকার রোহিঙ্গাদের কেউ কেউ মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করেছেন।বিগত বছরগুলোতে, চোরাচালানকারীরা কয়েক হাজার রোহিঙ্গাকে অবৈধভাবে মালয়েশিয়ায় আনতে সক্ষম হয়েছে। তবে মালয়েশিয়া এখন কোভিড-১৯ এর কারণ উল্লেখ করে শরণার্থী নৌকাগুলোকে উপকূলে অবতরণ করাতে অস্বীকার করছে।
লাইটনিউজ/এসআই