মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

এবার সালমানের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০

 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সালমান খানের বিরুদ্ধে মুখ খোলেন চলচ্চিত্র পরিচালক অভিনব সিং কাশ্যপ। দাবাং টু তৈরির সময় আরবাজ খান, সোহেল খান-রা তার ওপর চাপ দিতে শুরু করেন।

যার ফলে তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ে। এরপরই সালমান খান-কে বয়কটের ডাক দেন অভিনব কাশ্যপ। অভিনবের পর এবার সালমানের বিরুদ্ধে মুখ খুললেন প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা রাবিয়া খান।

জানা গেছে, ২০১৩ সালে জিয়া খানের মৃত্যুর পর ২০১৫ সালে লন্ডন থেকে ডেকে আনা হয় রাবিয়াকে। যেখানে তদন্তকারী এক সিবিআই অফিসার জানান, সালমান খান নাকি প্রায় প্রতিদিন ফোন করে তাদের আবেদন করতে শুরু করেছেন যাতে সুরাজ পাঞ্চোলিকে জিজ্ঞাসাবাদ না করা হয়।

সুরাজ পাঞ্চোলির সিনেমার জন্য অনেক টাকা বিনায়োগ করেছেন তিনি। ফলে সুরাজের কোনও ক্ষতি হলে, তার সমস্ত বিনিয়োগে পানি ঢালা হবে।

প্রসঙ্গত জিয়া খানের মৃত্যুর পর জামিনে বাইরে বেরিয়ে প্রথম সিনেমার শুট করেন আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ পাঞ্চোলি। সালমান খানের প্রযোজনা সংস্থাই সুরাজকে বলিউডে নিয়ে আসে।

আথিয়া শেঠির সঙ্গে অভিনয় করে সুরাজ প্রথম হিরো-র শুটিং শুরু করেন। ওই সময়ই অর্থের বিনিময়ে সুরাজকে বেকসুর ছেড়ে দেওয়ার আবেদন জানান সালমান খান।

এরপরই রাবিয়া খান দিল্লিতে গিয়ে উচ্চ পদস্থ অফিসারের দ্বারস্থ হন যাতে জিয়া খান আত্মহত্যা মামলার তদন্ত বন্ধ না হয়ে যায় অর্থ এবং ক্ষমতার দাপটে।

রাবিয়া খান দাবি করেন, এইভাবে যদি অর্থের বিনিময়ে তদন্ত বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?

এবার সময় এসেছে বলিউডের কিছু মানুষের বিরুদ্ধে মুখ খোলার। বলিউডকে জাগানোর, যাতে আর কারও এমন করুণ পরিণতি না হয়।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD