রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন

এমন মৌসুম আর কাটেনি মাদ্রিদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

করোনাভাইরাস আতঙ্কে তিন মাস স্থগিত ছিল স্প্যানিশ লা লিগ। গেল ১১ জুন থেকে পুনরায় চালু হয়েছে লা লিগা। তবে লিগের ‘আসল’ শুরু হয়েছে শনিবার রাত থেকে। এদিন মাঠে নেমেই পুঁচকে মায়োর্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। দুই অ্যাসিস্টের পাশাপাশি একটি গোল করে ফেরাটা রাঙিয়ে দিয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

কিন্তু প্রত্যাবর্তনটা সুখের হয়নি ফেভারিট অ্যাটলেটিকো মাদ্রিদের। মাঠে ফিরেই হোঁচট খেয়েছে মাদ্রিদ জায়ান্টরা। রোববার রাতে তাদের ডেকে এনে ১-১ গোলে রুখে দিয়েছে অ্যাথলেটিক বিলবাও। লিগের চলতি আসরে এটা অ্যাটলেটিকোর ১৩তম ড্র। নিজেদের ফুটবল ইতিহাসে আর কোনো মৌসুমে লিগে এতগুলো ড্র করেনি মাদ্রিদের ক্লাবটি।

বিলবাওর মাঠে দুটি গোলই হয়েছে বিরতির আগে। ৩৭ মিনিটে মুনিয়ামের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। জবাব দিতে অ্যাটলেটিকো মাদ্রিদ সময় নিয়েছে দুই মিনিট। অতিথিদের সমতায় ফেরান ডিয়েগো কস্টা। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকারের লিগে এটা ৫১তম গোল। তন্মধ্যে ১৫টি গোলই তাকে দিয়ে করিয়েছেন কোকে। এদিনও করালেন।

দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করতে হলো অ্যাটলেটিকোকে। এই ড্রয়ে পয়েন্ট তালিকার ছয়ে নেমে গেল ডিয়েগো সিমনের দল। ২৮ ম্যাচে ৪৬ পয়েন্ট তাদের। লিগের চলতি মৌসুমে তাদের হার মাত্র চারটিতে। কিন্তু তাদের ডুবিয়ে দিচ্ছে অপ্রত্যাশিত একের পর এক ড্র। অ্যাটলেটিকোর সমান ম্যাচ ও পয়েন্টে পাঁচে আছে গেটাফে। ৬১ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে থাকল বার্সেলোনা।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD