করোনা আতঙ্কের মধ্যেই যুক্তরাষ্টের পশ্চিম নেভাডায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।
শুক্রবার স্থানীয় সময় সকাল ৪টায় দেশটির নেভাদায় রিখটার স্কেলে ৬.৪ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ বিপর্যয়ে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ক্যালিফোর্নিয়াও ভূমিকম্প হয়েছে বলে স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে।
লস এঞ্জেলস টাইমসের বরাত দিয়ে এএফপি জানায়, প্রতি বছর ৬ থেকে ৬ রিখটার স্কেলে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় ভূমিকম্প হয়।
প্রসঙ্গত বর্তমানে মহামারী করোনাভাইরাসের থাবায় আমেরিকায় চলছে মৃত্যু মিছিল। বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্তের দেশে পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি। সূত্র: ইউএসএ টুডে