শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

করোনায় আক্রান্ত ইমাম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

নরসিংদীতে করোনাভাইরাসে সংক্রমিত হওয়া ইমাম মুফতি শামীম মিয়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ শুক্রবার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন ওই ইমামকে করোনা মুক্ত ঘোষণা দিয়ে তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুল হক বলেন, গত ১০ দিন ধরে ওই ইমামকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে পর পর দুই বার নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। তাই করোনা মুক্ত ঘোষণা করে তাকে বাড়িতে যাওয়ার ছাড়পত্র দেয়া হয়েছে।

জানা গেছে, ওই ইমাম নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে চাকরি করেন। পাশাপাশি গার্মেন্টসটির মসজিদে ইমামতি করতেন। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। গত ৫ এপ্রিল তার শরীরে ভাইরাসের উপসর্গ দেখা দেয়। তখন তিনি নিজেই ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা দিয়ে আসেন।

পরদিন ৬ এপ্রিল সন্ধ্যার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। রাতেই মুফতি শামীম মিয়ার নিজ গ্রাম পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া লকডাউন করে দেয় স্থানীয় প্রশাসন। ৭ এপ্রিল দুপুরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ভর্তি করানো হয়।

পাশাপাশি শামীম মিয়ার পরিবারের ৯ সদস্যকেও উপজেলা কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়। পরে তাদের নমুনা সংগ্রহ করে আইইসিডিআরে পাঠানো হয়। তবে তাদের সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী বলেন, সুস্থ হয়ে যাওয়ায় শিগগিরই তার এলাকা থেকে লকডাউন তুলে নেয়া হবে। তবে বাইরে যাতে ঘোরাঘুরি না করে সেজন্য কড়া নজরদারিতে রাখা হবে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD