করোনাভাইরাসে আক্রান্ত হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।
গত বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজী বিভাগে পাঠালে পজিটিভ রিপোর্ট আসে। এর আগে কয়েকদিন ধরেই তিনি শরীর ব্যথা ও জ্বরে ভুগছিলেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন।
সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, করোনাভাইরাস প্রাদুর্ভাবের সময় থেকে পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, রাস্তা-ঘাট, অফিস, বাসা-বাড়িসহ বিভিন্নস্থানে জীবাণুনাশক স্প্রে করা, করোনা প্রতিরোধে হাত ধোয়া, মাস্ক ব্যবহার, ঘরে থাকা, সামাজিক দূরত্ব মেনে চলা সম্পর্কে পৌরবাসীকে সচেতন করতে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করেছেন। এছাড়াও ঘরবন্দি প্রতিটি শ্রমজীবী মানুষের ঘরে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ এ পর্যন্ত উপজেলায় ২৮ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ২৫ জন।
লাইটনিউজ/এসআই