করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ। সোমবার পেশাওয়ারের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিশ্বজুড়ে মহামারি আকারে করোনাভাইরাসে এই প্রথম কোনো পেশাদার ক্রিকেটারের মৃত্যু হলো।
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমিত হন ৫০ বছর বয়সী এই ক্রিকেটার। তিনদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে পেশাওয়ারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
উল্লেখ্য, ১৯৮৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটসম্যানের। এরপর ১৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। একদিনের লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন ৬টি। পরবর্তীতে খেলা ছেড়ে দিয়ে কোচিংয়ে নাম লেখান।
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ জাফর সরফরাজ পেশাওয়ারের মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক বিভিন্ন দলকেও কোচিং করিয়েছেন। তার বড় ভাই পাকিস্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার আখতার সরফরাজ।