রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন

গাজীপুরে একদিনে আক্রান্ত ৬৪ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২০

গাজীপুরে এ পর্যন্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ ৫৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে জেলায় নতুন করে ৬৪ জন আক্রান্ত হয়েছেন।

রবিবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। তবে, শুক্রবার ও শনিবার গাজীপুরে করোনা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্রে জানা গেছে, জেলার গাজীপুর সদর উপজেলায় ২৬ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ২ জন, কাপাসিয়া উপজেলায় ২ জন, শ্রীপুর উপজেলায় ৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের কেন্দ্রে গাজীপুরের বাইরে থেকে গৃহিত নমুনা থেকে ২৬ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৫ হাজার ৮৬৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন পাঠানো হয়েছিল ৩৬৯ জনের।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD