ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে দেশটির কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর (সিআরপিএফ) টহলে হামলায় অন্তত তিন জওয়ানের প্রাণহানি ঘটেছে। সোমবার কাশ্মীরের হ্যান্ডওয়ারায় সিআরপিএফের টহলে সন্ত্রাসী হামলায় এই প্রাণহানি ঘটে।
একদিন আগে গত শনিবার হ্যান্ডওয়ারায় সন্ত্রাসীরা বেসামরিক নাগরিকদের জিম্মি করলে উদ্ধার অভিযানের সময় হামলায় দেশটির সেনাবাহিনীর একজন মেজরসহ নিরাপত্তাবাহিনীর অন্তত পাঁচ সদস্য নিহত হন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, হ্যান্ডওয়ারায় সিআরপিএফের টহল লক্ষ্য করে সন্ত্রাসীরা হামলা চালায়। পরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তাবাহিনীর সদস্যদের মাঝে গোলাগুলি শুরু হয়।
কর্মকর্তারা বলেছেন, হামলার পরপরই ওই এলাকায় নিরাপত্তাবাহিনীর অন্যান্য ইউনিটকে মোতায়েন করা হয়। সিআরপিএফের একজন কর্মকর্তা বলেছেন, হ্যান্ডওয়ারায় এখনও গোলাগুলি চলছে। আমাদের বেশ কয়েকজন হতাহত হয়েছে।
শনিবারের হামলায় দেশটির সেনাবাহিনীর একজন মেজর, একজন কর্নেলসহ নিরাপত্তাবাহিনীর পাঁচ সদস্য মারা যান। জিম্মিদের উদ্ধারে পুলিশ ও সামরিকবাহিনীর পাঁচ সদস্য যৌথ অভিযান অভিযান পরিচালনা করে। এসময় দুই সন্ত্রাসীও নিহত হয়েছেন বলে জানায় সিআরপিএফ।