শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : জাতীয় অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরী আর নেই। গতকাল সোমবার রাত সাড়ে ৩টার কিছুক্ষণ পর রাজধানীর স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭।

পরিবার সূত্রে জানানো হয়, গতকাল রাতে ধানমণ্ডির বাসায় ঘুমিয়ে ছিলেন অধ্যপক জামিলুর রেজা চৌধুরী। সাহরির সময় তার স্ত্রী ডাকলেও কোনো সাড়া দেননি। সঙ্গে সঙ্গে স্কয়ার হাসপাতালে আনা হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাদের ধারণা, বাসায় অবস্থানকালেই সম্ভবত ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

২০১৮ সালের ১৯ জুন সরকার তাকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়। মৃত্যুর আগে দায়িত্ব পালন করছিলেন পদ্মাসেতু প্রকল্পের পরামর্শক হিসেবে।

এছাড়াও আরো অনেক দায়িত্ব পালন করেছেন এই শিক্ষাবিদ। সবশেষ ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন। উপাচার্য ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটিরও। একসময় বুয়েটে অধ্যাপনার দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এছাড়া তিনি বাংলাদেশ গণিত অলিম্পিয়াড, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ আর্থকোয়েক সোসাইটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD