বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ঝিনাইদহের ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘষে নিহত -১

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : ঝিনাইদহের কোটচাঁদপুর সাবদারপুর রোড়ে গোবিন্দপুর গ্রামে ভ্যান ও মোটর সাইকেল মুখোমুখি সংঘষে মোটর সাইকেল আরোহী বাসার (৫০) ঘটনা স্থলেই মারাযান।

কোটচাঁদপুর -সাবদারপুর সড়কে গোবিন্দপুর নামক স্থনে আজ দুপুর দেড়টার এ দুঘটনা ঘটেছে । নিহত বাসার বাড়ি যশোরে, কোটচাঁদপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, বাসার বাড়ি থেকে মোটর সাইকেল যেগে গ্রামে শশুর বাড়ি যাচিছলেন । গোবিন্দপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘষ হয়। এতে মোটর সাইকেল চালক বাসার ঘটনা স্থলে মারা যান।

লাইট নিউজ/ রাজো

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD