শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০২:০৫ অপরাহ্ন

ঢামেকের করোনা ইউনিটে আরো ১৫ জনের মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন মারা গেছেন। এদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ ৪ জন পুরুষের এবং ২জন নারীসহ ৬ জনের। অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে ঢামেক হাসপাতালে গত ২মে থেকে শুরু করা করোনা ইউনিটে আজ সোমবার বিকেল ৫টা পযর্ন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৬৫৫ জন মারা গেছেন। এদের মধ্যে ১৫৫ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর সোমবার বিকেলে এই মৃত্যুর বিষয়গুলো নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। এখানে রোগী ভর্তি ও চিকিৎসা জন্য ২৪ ঘণ্টাই কাজ চালু রয়েছে।

তিনি আরো বলেন, যারা করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন তাদের লাশ তাদের আত্নীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হয়ে যারা মারা গেছেন তাদের লাশ করোনা বিধিমোতাবেক তাদের আত্নীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD