বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

তামিম আবার খেলতে পারবেন কি না জানালেন চিকিৎসক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

গতকাল সোমবার হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক দুঃসংবাদ, গুরুতর অসুস্থ তামিম ইকবাল, লাইফ সাপোর্টে রাখা হয়েছে তাকে। মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন দেশের ক্রিকেটপাগল সমর্থকরা।

পরে জানা যায়, ডিপিএলের ম্যাচ খেলতে নেমে বুকে তীব্র ব্যাথা অনুভব করায় হাসপাতালে যেতে হয় হয় তামিমকে। পরপর দুইবার হার্ট অ্যাটাক হয় তার। সাবেক এই বাংলাদেশ অধিনায়কের হার্টে ব্লক ধরা পড়ে, পরানো হয় রিংও।

তামিমের এমন অসুস্থতার খবরের কথা জেনে সারাদিনই চিন্তিত ছিলেন তার দর্শকরা। আতঙ্কিত হয়েছিলেন তামিমের সাবেক ও বর্তমান সতীর্থরাও। গতকাল চিকিৎসক জানিয়েছিলেন তামিমের শারিরীক অবস্থার জটিলতা এখনো কাটেনি।

তামিম ইকবাল এখন কেমন আছেন? এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এটিই সবচেয়ে আলোচিত প্রশ্ন। মঙ্গলবার দুপুরে কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে তামিমের সর্বশেষ অবস্থা নিয়ে ব্রিফ করেছেন চিকিৎসকরা। তারা জানিয়েছেন, এই মুহূর্তে অনেকটাই শঙ্কামুক্ত তামিম।

তামিমের সর্বশেষ অবস্থা জানাতে গিয়ে আজ সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, ‘আপনারা জানেন যে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের একটি কঠিন সময় যাচ্ছে। যে পর্যায়ের ক্রিটিকাল পিরিয়ড ছিল আমরা সেখান থেকে একেবারে না হলেও কিছুটা কাটিয়ে উঠেছি। উনি সুস্থ আছেন, খাওয়া-দাওয়া করছেন, কথা বলছেন, ওনার পরিবারের সঙ্গে কথা বলেছেন, ডাক্তারদের সঙ্গে কথা বলেছেন।’

তামিম আবার খেলতে পারবেন কি না এ বিষয়ে চিকিৎসক বলেন, তামিমের অবস্থা নিয়ে কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব বলেন, ‘আগামী তিন মাস ওনাকে পর্যবেক্ষণে রাখা হবে। উনি নিজেই চেকআপে থাকবেন। ওনার হার্ট কি আরো ভালোর দিকে যাচ্ছে, নাকি খারাপের দিকে যাচ্ছে এসব পরীক্ষা নিরীক্ষায় উনি থাকবেন। এরপর ডাক্তাররা তাকে খেলার অনুমতি দিলে তিনি খেলতে পারবেন, তবে এর আগে উনাকে নিয়মের মধ্যেই থাকতে হবে।’

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD