তাড়াশে পূর্ব শক্রতার জের ধরে পুকুরে শক্তিশালী কীটনাশক প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ১২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। মাছ মরে যাওয়ায় ওই মাছচাষি দিশেহারা হয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পৌর শহরের সরাপপুর গ্রামের সোহেল রানার পুকুরে।
অভিযোগে প্রকাশ, তাড়াশ পৌর শহরের চক সরাপপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোহেল রানা সরাপপুর গ্রামের ১৬ বিঘা কৃষ্ণাদিঘী পুকুরটি লিজ নিয়ে ৪ বছর ধরে মাছ চাষ করে আসছিল। গত কয়েক দিন ধরে সোহেল রানা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল।
গত সোমবার রাতে পূর্ব শক্রতার জের ধরে কে বা কারা শক্তিশালী কীটনাশক প্রয়োগ করে। এতে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মাছ মরে গেছে। সকালে মাছচাষি পুকুরে গিয়ে দেখতে পায় তার পুকুরের মাছ মরে ভেসে উঠছে এবং চারপাশের লোকজন মাছ ধরছে।
মাছচাষী সোহেল রানা জানান, পূর্ব শক্রতার জের ধরে আমার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার ১০ থেকে ১২ লাখ টাকার মাছ মরে গেছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক গ্রামবাসী জানান, শক্রতা করে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। তা ছাড়া এভাবে এত মাছ মরে যেতে পারে না। এ ব্যাপারে তাড়াশ থানায় জিডি করা হয়েছে।