রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

দায়ী নাইকো, ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

ডেস্ক রিপোর্ট : নাইকোর অবহেলার কারণে টেংরাটিলা গ্যাস ফিল্ডে অগ্নিকাণ্ড ঘটে বলে আন্তর্জাতিক সালিশি আদালত (ইকসিড) রায় দিয়েছে।

এতে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

রোববার (৩ মে) অনলাইন ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন দুই দফায় সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এ গ্যাসক্ষেত্রে বিস্ফোরণ হয়। প্রায় ৩শ’ ফুট উপরে ওঠে আগুনের লেলিহান শিখা। একমাসেরও বেশি সময় ধরে জ্বলতে থাকে আগুন। গ্যাস বের হয় পুকুর, ফসলি জমি ও বসতবাড়িতে ফাটল দিয়ে।

নাইকোর গাফিলতির কারণে এ দুর্ঘটনায় ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশ। নাইকো ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। বাপেক্সও এই ক্ষতি আদায় না হওয়া পর্যন্ত নাইকোর অপর গ্যাস ফিল্ড ফেনীর পাওনা অর্থ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এ কারণে নাইকো লন্ডনে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক সালিশি আদালতে (ইকসিড) গ্যাস বিল বকেয়া আদায় ও টেংরাটিলা বিস্ফোরণ থেকে অব্যাহতি চেয়ে ২০১০ সালের ১২ এপ্রিল এবং ১৬ জুন পৃথক দুটি মামলা করে।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD