শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

দূরত্ব থাকলেও শঙ্কায় ট্রেন যাত্রীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

মহামারী করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরেই দেশে যাত্রীবাহি ট্রেন চলাচল বন্ধ থাকার পর এবার সীমিত পরিসরে রবিবার (৩১ মে) থেকেই ৮টি আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হতে চলেছে।

স্বাস্থ্যবিধি মেনেই এবার ট্রেন চলাচলে প্রতিটি ট্রেনেই দূরত্ব বজায় রেখে বা এক সিট খালি রেখেই যাত্রী ভ্রমন, থাকবে না কোন ধরণের বেডিং ব্যবস্থা এবং খাবার গাড়িও। করোনা সংক্রমণ এড়াতে রেলওয়ে প্রশাসন এসবসহ নানা উদ্যোগও গ্রহণ করেছে ট্রেন চলাচলে। তবুও ট্রেন ভ্রমনকালে নানাবিধ শঙ্কার মধ্যেই রয়েছেন বলে জানান যাত্রীরা।
যাত্রীরা বলছেন, ট্রেনে উঠা-নামা, সিটে বসা, নিজেদের হাত দিয়ে অন্য সিট ধরা, ট্রেনেই কাছাকাছি বা সামনা-সামনি থাকাসহ নানাবিধ আশঙ্কা রয়েছেন। রেলওয়ে প্রশাসন বলছেন, যাত্রীরা মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, দূরত্ব বজায় রেখেই ট্রেনে উঠা, এক ঘন্টা আগেই রেল ষ্টেশনে আসা এবং অনলাইনে টিকেট কাটাসহ নানা পরিকল্পনায় ট্রেন চলাচল করবে। এতে প্রতিনিয়ত মনিটরিং এ থাকছেন রেলওয়ের স্ব স্ব বিভাগের দায়িত্বশীলরা। এতে সরকারি স্বাস্থ্যবিধি অনুযায়ী সকল প্রকাল নিয়ম-কানুন মেনেই এসব ট্রেন চলাচল করবে।

অনলাইনে টিকেট কাটা ট্রেন যাত্রী ওসমান আজিজ বলেন, দীর্ঘদিন পরেই ঢাকায় কর্মস্থলে যাচ্ছি। দেশের করোনা পরিস্থিতিতে অনেক ভয় ও আতঙ্কেরর মধ্যেই রয়েছি। পরিবারের এবং কর্মস্থলের বিষয় চিন্তা করে ঢাকায় যেতেই হবে।

দূরত্ব বজায় রাখতে অনলাইনে ট্রেনের টিকেট কাটা এবং এক সিট অন্তর যাত্রী সিটে বসাসহ নানাবিধ স্বাস্থ্যবিধি মেনেই রেলওয়ে অনেক কাজ করছেন। তবুও যাত্রীদের উঠা-নামা, দূরত্ব কতটুকু বজায় থেকেই চলাচল করা, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করাসহ নানাবিধ স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়েই শঙ্কা করা হচ্ছে। এতে কতটুকু করোনা সংক্রমন এড়ানো যাবে সেটা নিয়েও নিন্তিত। এমন কথা বললেন একাধিক ট্রেন ভ্রমনকারী।

রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. শামসুজ্জামান বলেন, যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনেই ট্রেন ভ্রমন করবেন। প্রতিটি ট্রেনেই হ্যান্ডস্যানিটাইজার, মাস্ক, পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্যে চলাচল করবে। রেলের দায়িত্বশীল স্টাফরা সার্বক্ষণিক মনিটরিং এ থাকবে। যাত্রীরা ট্রেনে উঠার আগেই ট্রেনের সকল বগি পরিস্কার করে রাখা হবে।

তিনি আরও বলেন, যাত্রীদের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় সঙ্গে নিতে হবে। তাপমাত্রা পরিমাপের সুবিধার্থে যাত্রীদের ট্রেন ছাড়ার কমপক্ষে ৬০ মিনিট পূর্বে স্টেশনে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই টিকেট ছাড়া প্লাটফরমে প্রবেশ করা যাবে না। তবে যাত্রার তারিখসহ ০৫ দিন পূর্ব হতে টিকেট ক্রয় করা যাবে বলে জানান তিনি।

রেলওয়ে পূর্বা লের এডিশনাল চীফ কর্মাশিয়াল ম্যানেজার (এডিশনাল সিসিএম) মো. মিজানুর রহমান বলেন, গুরুত্বপূর্ণ সকল ট্রেন ষ্টেশনে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন দেওয়া হয়েছে। যাত্রীরা অনলাইন থেকে টিকেট কেটে নিরাপদ দূরত্ব বজায় রেখেই ট্রেন ভ্রমন করবেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এবার দিনে-রাতে ট্রেন ভ্রমনে যাত্রীরা বেডিং এবং খাবার সুবিধা পাবেন না। যাত্রীরা ট্রেনে উঠার সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার, মুখে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা নিশ্চিত করা হবে। দর্শনার্থী বা প্লাটফরম টিকেট বিক্রয় বন্ধ থাকবে। একই কথা বললেন রেলওয়ে পূর্বা লে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) মো. আনসার আলীও।

রেলওয়ে ও রেলওয়ে মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সীমিত পরিসরে বিভিন্ন রুটে যেসব ট্রেন চলাচল করবে। সেগুলো হলো সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস-চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম, উদয়ন/পাহাড়িকাএক্সপ্রেস-চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম, কালনী এক্সপ্রেস, সিলেট-ঢাকা-সিলেট, প গড় এক্সপ্রেস, সিরাজুল ইসলাম- ঢাকা-সিরাজুল ইসলাম, বনলতা এক্সপ্রেস, চাঁপাইনবাবগঞ্জ -ঢাকা-চাঁপাইনবাবগঞ্জ, লালমনি এক্সপ্রেস, লালমনিরহাট -ঢাকা- লালমনিরহাট, চিত্রাএক্সপ্রেস,খুলনা -ঢাকা- খুলনার মধ্যে চলাচল করবে।

অন্যদিকে, ৩ জুন থেকে চলবে নিম্নলিখিত ১১ জোড়া ট্রেন। এগুলো হলো তিস্তা এক্সপ্রেস,ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার –ঢাকা, বেনাপোল এক্সপ্রেস, বেনাপোল-ঢাকা- বেনাপোল, নীলসাগর এক্সপ্রেস,চিলাহাটি- ঢাকা- চিলাহাটি, রূপসা এক্সপ্রেস,খুলনা -চিলাহাটি, কপোতাক্ষ এক্সপ্রেস,খুলনা-রাজশাহী খুলনা, মধুমতি এক্সপ্রেস, রাজশাহী- গোয়ালন্দঘাট রাজশাহী, মেঘনা এক্সপ্রেস, চাঁদপুর- চট্টগ্রাম-চাঁদপুর, কিশোরগঞ্জ এক্সপ্রেস,ঢাকা–কিশোরগঞ্জ –ঢাকা, উপকূল এক্সপ্রেস,নোয়াখালী- ঢাকা নোয়াখালী, ব্রহ্মপুত্র এক্সপ্রেস,দেওয়ানগঞ্জ বাজার- ঢাকা-দেওয়ানগঞ্জ বাজার, কুড়িগ্রাম এক্সপ্রেস,কুড়িগ্রাম- ঢাকা- কুড়িগ্রামের মধ্যে চলাচল করবে।

এসব ট্রেনে ভ্রমনকারি প্রত্যেক যাত্রী নিজেকে সুরক্ষায় সচেষ্ট থাকবেন, সহযাত্রীকে সুরক্ষায় সহযোগীতা করবেন। অনলাইনে সংগ্রহ করতে হবে, কাউন্টারে টিকেট বিক্রি হবে না।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD