বরিশালে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া আক্তার নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।
মৃত সুমাইয়া আক্তার বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠী গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে এবং উজিরপুরের বড়াকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলামের ভাগনি।
ওসি জিয়াউল আহসান জানান, উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামে নানা বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে সুমাইয়া। রোববার দুপুরে সবার অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায় সে। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাইট নিউজ