শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

পরামর্শের নামে আতঙ্ক ছড়াবেন না

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০

পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব।’

শনিবার তার বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ এই দুর্যোগকালে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। অথচ বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে দোষারোপের রাজনীতি করছে, কাদা ছোড়াছুড়ি করছে।’

মির্জা ফখরুলের টাস্কফোর্স গঠনের প্রস্তাব প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এটা তার রাজনৈতিক প্রপাগান্ডা ছাড়া আর কিছু নয়। বিএনপির মহাসচিব আসলে কী চান, তিনি টাস্কফোর্স গঠনের নামে কী বুঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। তিনি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরোধিতার জন্য বিরোধিতা করছেন। এটা থেকে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান। কেননা এ প্যাকেজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। মির্জা ফখরুল এখন জাতীয় টাস্কফোর্সের কথা বলছেন, কিছুদিন পর জাতীয় সরকারের কথা বলবেন। এটা জনগণের দুর্দশা থেকে বিষয়টিকে রাজনীতিতে নিয়ে যাওয়ার অপচেষ্টা।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিশ্ব স্বাস্থ্য সংস্হার স্বাস্থ্যবিধি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

ত্রাণ নিয়ে যে অনিয়মের কথা উঠেছে তার অনেকাংশ সত্য উল্লেখ করে তিনি বলেন, ‘কিছু সংখ্যক দুর্নীতিবাজ এই অপকর্মে জড়িত, তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD