মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

প্রবাসীদের সুরক্ষায় কাজ করবো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

পুলিশের বিদায়ী আইজিপি ও সৌদি আরবে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়া ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, করোনা পরিস্থিতিতে পুলিশ সদস্যরা সুরক্ষা সামগ্রী নিয়ে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘একইসঙ্গে রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব পেলে দেশের পররাষ্ট্রনীতির সঙ্গে সমন্বয় করে সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষা, উন্নতি এবং উন্নয়নের জন্য কাজ করে যাবো। দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করতে চেষ্টা করবো।’

আইজিপি হিসেবে দায়িত্ব পালনের শেষ দিনে মঙ্গলবার (১৪ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে অনলাইন কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তার দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের বলেন, ‘দায়িত্ব পাওয়ার পর থেকেই পুলিশের স্বচ্ছ ইমেজ প্রতিষ্ঠায় এবং মানবিক পুলিশ হিসেবে পুলিশ বাহিনীকে গড়ে তোলার চেষ্টা করেছি। জনতার পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য একান্তভাবে কাজ করে গেছি। পুলিশ হবে জনতার এবং মানবিক। সাধারণ মানুষও পুলিশকে এখন মানবিক পুলিশ হিসেবেই দেখতে পাচ্ছে। যে কারণে ৯৯৯ এ ফোন দিয়ে মানুষ পুলিশের কাছে সাহায্য চাচ্ছে। পুলিশও তাদের ডাকে সাড়া দিয়ে সাহায্য পৌঁছে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার কর্মকালীন সময়ে নিয়োগ প্রক্রিয়া ছিল অত্যন্ত স্বচ্ছ। জঙ্গি, সন্ত্রাস ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি।’

জাবেদ পাটোয়ারী বলেন, ‘পুলিশের দৃশ্যমান সাফল্য মানুষের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। করোনা পরিস্থিতিতে প্রবাসীরা যারা দেশে ফিরে এসেছেন, তাদের চিহ্নিত করে হোম কোয়ারান্টিনে রাখার চেষ্টা করেছি। পাসপোর্টের ঠিকানা ভিন্ন থাকায় অনেককে খুঁজে পেতে বেগ পেতে হয়েছে।’

জনগণের উদ্দেশে জাবেদ পাটোয়ারী বলেন, ‘আপনারা ঘরে থাকুন। আপনাদের জন্য আমরা রাস্তায় রয়েছি। পুলিশ বিভিন্ন জায়গায় ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে নিজ উদ্যোগে। জীবাণুনাশক স্প্রে ছিটানো হচ্ছে। করোনা আক্রান্ত মানুষদের নিজ উদ্যোগে হাসপাতালে নিয়ে যাচ্ছে পুলিশ। মহাসড়কগুলোতে কাজ করে যাচ্ছে তারা। যাতে জাতীয় জরুরি সার্ভিসগুলো এবং সাপ্লাই লাইন ঠিক থাকে। পুলিশ হাসপাতালগুলোতে করোনা ইউনিট আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে বিদায়ী আইজিপি বলেন, ‘পুলিশ বাহিনী কোনও ব্যক্তির দায় নেয়নি এবং নেবেও না। অভ্যন্তরীণ তদন্তের ক্ষেত্রে কিছু নিয়ম-নীতি ও আইনি বাধ্যবাধকতা রয়েছে। সেগুলো মেনেই যেসব পুলিশ সদস্য অপরাধ করে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হয়।’

প্রসঙ্গত, ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর আইজিপি হিসেবে দায়িত্ব পালনের আজই শেষ দিন। বুধবার তার স্থলাভিষিক্ত হবেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। এরপর জাবেদ পাটোয়ারী পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেবেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD