রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

ফেসবুকে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য প্রকাশ না করে সমালোচিত মার্ক জাকারবার্গ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

 

যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী বিক্ষোভ নিয়ে ফেসবুকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য প্রকাশ না করায় তীব্র সমালোচিত, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

এমন সিদ্ধান্ত ‘ভয়ঙ্কর দৃষ্টান্ত’ উপস্থাপন করলো বলে বিবৃতি দিয়েছেন মানবাধিকারকর্মীরা। এমনকি, নিজ প্রতিষ্ঠানের কর্মীদের তোপের মুখেও পড়েছেন জাকারবার্গ। প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল ওয়ার্কআউট করেছেন ফেসবুক কর্মীদের একাংশ।

তাদের দাবি, ফেসবুকের কনটেন্ট নীতিমালা সবার জন্য সমান হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে লুটপাট শুরু হলে, গুলি চলবে এমন হুঁশিয়ারি দেয়া হয় ট্রাম্পের পোস্টে। প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারেও একই পোস্ট করেন ট্রাম্প। তবে, সেখানে সতর্কীকরণ লেবেল যুক্ত করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এমন পদক্ষেপে প্রশংসা কুড়িয়েছে টুইটার।

চলমান বিক্ষোভ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা বিতর্কিত ও উস্কানিমূলক পোস্ট দিয়ে যাচ্ছেন ট্রাম্প।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD