‘আমার প্রথম নায়ক, প্রথম ইনস্টিটিউশন। হ্যাপি ফাদার’স ডে।’—বাবার সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এসব কথা লিখেন টলিউডের জনপ্রিয় চিত্রনায়ক জিৎ।
আজ (২১ জুন) বিশ্ব বাবা দিবস। বাবার প্রতি সন্তানের ভালোবাসা কিংবা সন্তানের প্রতি বাবার ভালোবাসা প্রকাশের বিষয়টি চিরন্তন। যদিও পিতা-সন্তানের ভালোবাসা প্রকাশের বিশেষ কোনো দিনক্ষণ নেই। তারপরও যুগের পরিবর্তনে প্রকাশ ভঙ্গিতে এসেছে পালাবদল। এখন বাবার জন্য বছরের একটা দিন রেখে দিতে চান। এজন্য গত শতকের প্রথম দশক থেকেই শুরু হয় বাবা দিবসের প্রচলন। বিশেষ এ দিনে বাবাকে স্মরণ করতে ভুলেননি চিত্রনায়ক জিৎ-ও।
এই চিত্রনায়ক মনে করেন অভিনয় ক্যারিয়ারে সাফল্য পেয়েছেন বাবা-মায়ের আর্শীবাদে। তার ভাষায়—আমার বাবা-মায়ের আর্শীবাদ সবসময় আমার সঙ্গে রয়েছে। জীবনে তাদের আর্শীবাদ আছে বলেই হয়তো আজ এই অবস্থান পেয়েছি। আমাকে সবাই সুপারস্টার বলে, ভালো লাগে। কিন্তু আমি বলি, বাবা-মায়ের আর্শীবাদে আমি সুপারস্টার হয়েছি।
২০০১ সালে তেলুগু ভাষার ‘চাঁদু’ সিনেমায় প্রথম অভিনয় করেন। ২০০২ সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে ‘সাথী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন জিৎ। তার পর অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। এর পরের গল্প সবারই জানা।