মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

‘বাবা-মাকে ছাড়তে বললে স্ত্রীকে তালাক দেওয়া যাবে’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

 

বিয়ের পর বাবা-মাকে ছেড়ে দিতে অনেক স্ত্রীই স্বামীকে চাপ দিয়ে থাকেন। কিন্তু সন্তান হয়ে প্রিয় বাবা-মাকে কোথায় রেখে আসবেন? একদিকে স্ত্রীর চাপ অন্যদিকে পিতা-মাতার অসহায়ত্ব, দুইয়ে মিলে অনেকের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে। এই অবস্থাকে স্ত্রী কর্তৃক স্বামীর ওপর মানসিক নির্যাতন হিসেবে আখ্যা দিয়েছে ভারতের কেরালা হাইকোর্ট বলেছে, এটি দণ্ডনীয় অপরাধ। তাই এই অপরাধে স্ত্রীকে তালাক দিতে পারবে যে কোনো স্বামী।

বাবা-মাকে ছেড়ে দিতে স্ত্রী অনবরত চাপ দিয়ে আসছেন, এমন অভিযোগে ভারতের কেরালা হাইকোর্টে মামলা ঠুকে দেন এক ব্যক্তি। সেটা বেশ কিছুদিন আগের কথা। গতকাল সেই মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারপতি এএম শফিক ও বিচারপতি মেরি জোসেফের ডিভিশন বেঞ্চ জানায়, বিয়ের পর এই টানাপোড়েন দুঃসহ হয়ে ওঠে একজন পুরুষের জন্য। অন্য কোনো কারণের প্রয়োজন নেই, শুধু এই একটি কারণে স্ত্রীকে তালাক দিতে পারবেন স্বামীরা।

এ নিয়ে আরো পর্যবেক্ষণ দিয়েছে আদালত। বলা হয়েছে, পরিবারের বড়োরা ছোটদের শাসন করবে এটাই স্বাভাবিক। সেক্ষেত্রে বাড়ির বউকে যদি শ্বাশুড়ি কোনো কাজ করতে বলেন তাহলে সেটা অন্যায় হবে না। এমনকি বড়রা চাইলে ছোটদেরকে বকাবাকিও করতে পারেন। এটা খুবই সাধারণ একটা বিষয়।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD