মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৮ অপরাহ্ন

বিতর্কের আগুনে ঘি ঢাললেন বার্সা কোচ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

 

স্প্যানিশ লা লিগা এখন তুমুল জমটমাট। লিগের ৩০তম রাউন্ড শেষে শীর্ষ দুই দলেরই পয়েন্ট সমান ৬৫। রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা কে জিতবে লিগ শিরোপা- এনিয়ে জল্পনা তুঙ্গে। এই রোমাঞ্চের মধ্যেই চলছে রেফারিং বিতর্ক। সম্প্রতি বার্সেলোনা দুই ফুটবলার আর্তুরো ভিদাল ও জেরার্ড পিকে ইঙ্গিত দিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সুবিধা দিচ্ছেন রেফারিরা।

এবার শিষ্যদের সঙ্গে একমত পোষণ করলেন দলটির প্রধান কোচ কিকে সেতিয়েন। রোববার রাতে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল মাদ্রিদ ম্যাচ পর্যবেক্ষণ করার পর গুরুতর অভিযোগ করেছেন স্প্যানিশ কোচ। সেতিয়েন সরাসরি দাবি করলেন সন্দেহভাজন সিদ্ধান্তগুলো রিয়ালের পক্ষে যাচ্ছে। পিকে-ভিদালকে জবাব দিয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। এতিয়েনকে তিনি কী জবাব দেন সেটাই দেখার অপেক্ষা।

সোসিয়েদাদের মাঠে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে জিদানের দলের পক্ষে দুটি বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বার্সা কোচ এতিয়েন। প্রথমটি রিয়াল মাদ্রিদের পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত। ভিনিচিয়াস জুনিয়রকে ফাউল করা হয় সোসিয়েদাদের ডি-বক্সে। পরে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত জানান। স্পট কিক থেকে গোল করেন সার্জিও রামোস।

পরে সোসিয়েদাদের একটা গোল ‘ভিএআর’-এ বাতিল হয়। এই দুটি সিদ্ধান্তের অভিযোগ তুলেছেন বার্সা কোচ এতিয়েন। তিনি বলেছেন, ‘গতকালকের (রোববার) ম্যাচে কী হয়েছে আমরা সবাই দেখেছি। আমার মনে হয় এটা (ভিএআর) ভালোভাবে ব্যবহৃত হচ্ছে না। রিয়াল মাদ্রিদ ম্যাচটা জিতেছে, তারা ড্র করতে পারতো। যেমনটা আমরা সেভিয়ার মাঠে করেছিলাম।’

রিয়াল জিতে লিগ টেবিলের শীর্ষে উঠেছে। তাই বলে খুব একটা ব্যবধান দেখছেন না বার্সা কোচ, ‘আমার মনে হয় না রিয়াল মাদ্রিদের সঙ্গে আমাদের বড় কোনো ব্যবধান আছে। তাদেরও সান ম্যামসে যেতে হবে (অ্যাথলেটিক বিলবাওর মাঠে)। আমাদের মতো ওদেরও কঠিন কিছু ম্যাচ আছে। প্রত্যেকটা ম্যাচই আলাদা। আমাদের পরের ম্যাচ বিলবাওর ক্লাবের সঙ্গে। আমরা প্রস্তুত হচ্ছি।’

বার্সা-বিলবাও ম্যাচটা হবে আগামী বুধবার। এই ম্যাচেও সেরা একাদশ মাঠে নামাতে পারছেন না তিনি। ইনজুরি যে বার্সাকে ভালোই ভোগাচ্ছে।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD