সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মার্কিন দূতাবাস বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

 

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ বুধবার কনসুলার শাখাসহ ঢাকার মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।

তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা ছুটির দিনেও অব্যাহত থাকবে।পরে দূতাবাস ৭ মে থেকে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবাসহ স্বাভাবিক কর্মঘণ্টা পুনরায় শুরু করবে।

মঙ্গলবার দূতাবাস জানায়, বর্ধিত সরকারি ছুটির কারণে গণপরিবহন সীমিত থাকবে এবং এর ফলে এপয়েন্টমেন্টপ্রাপ্ত আমেরিকান নাগরিকরা দূতাবাসে যেতে অসুবিধা বোধ করতে পারেন।

আমেরিকান নাগরিকদের যাদের এপয়েন্টমেন্ট নির্ধারণ করা দরকার তাদের কনসুলার সেকশনে এ নম্বরে (৮৮) (০২) ৫৫৬৬-২০০০ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

কোভিড-১৯ মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ এডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য এখন বন্ধ রয়েছে।

দূতাবাস জানায়, তারা ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে দূতাবাসের সেবা এবং তথ্যসমূহ দিচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব জনগণের কাছে আবার আগের মতো সেবা দেয়া হবে, তবে এ মুহূর্তে নির্দিষ্ট করে তারিখ বলা যাচ্ছে না।

লাইট নিউজ

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD