বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০৯:৩৩ অপরাহ্ন

ভারতে লাগামহীন ভাবে বাড়ছে সংক্রমণ, আক্রান্তের শীর্ষে মহারাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোববারও নতুন করে মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৭০ জন। মৃত্যু হয়েছে ১০১ জন এর।

নতুন সংক্রমণের জেরে এখন পর্যন্ত মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৫ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ৭৪৪ জন। অন্যদিকে মহারাষ্ট্র পুলিশ সদস্যদের মধ্যেও ব্যাপক হারে ছড়িয়েছে করোনা। এখন পর্যন্ত মোট ৪ হাজার ৪৮ জন পুলিশ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার জেরে মহারাষ্ট্র পুলিশে মোট মৃত্যু হয়েছে ৪৭ জনের।

সোমবার সকাল অবধি ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৪ লাখ ২৬ হাজার ৯১০ জন। মৃতের সংখ্যা ১৩ হাজার ৭০৩ জন। মহারাষ্ট্রের পরেই সংক্রমণের সংখ্যা বেশি তামিলনাড়ুতে। তৃতীয় স্থানে রয়েছে দিল্লি। সেখানেও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

লাগামহীন ভাবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এরই মধ্যে ভারত থেকে নাগরিকত্ব সরিয়ে নিয়েছে বেশ কয়েকটি দেশ।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD