মেহেরপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫টি নমুনা পরীক্ষায় এক পুলিশ সদস্য ও জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারীসহ আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার (২২ জুন) বিকেলে এ তথ্য জানান মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মাহমুদুল হাসান।
মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত ৫ জনের মধ্যে মেহেরপুর সদরের ৩ জন। এর মধ্যে মেহেরপুর পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত একজন এএসআই, অপরজন ডিসি অফিসের কর্মচারী। আরেকজন শহরের বড় বাজার এলাকার বাসিন্দা। যিনি ৫২ বছর বয়সী। এছাড়া গাংনী উপজেলা ও মুজিবনগর উপজেলার ১ জন করে মোট ২ জন রয়েছেন।
উল্লেখ্য, মেহেরপুর জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৪৯ জন। এর মধ্যে সদরে ২৪ জন, গাংনী উপজেলায় ২০ জন ও মুজিবনগর উপজেলায় ৫ জন রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২০ জন। মারা গেছেন ৪ জন।
লাইট নিউজ