সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

রাজনীতিতে আসতে চান জুনায়েদ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২০

 

দেশের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন ২০১৯ বিশ্বকাপেরও আগে। বাজে ফর্মের কারণে জায়গা হারিয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার জুনায়েদ খান। এখন লক্ষ্য একটাই, নিজের জায়গা পুনরুদ্ধার করা। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন এ আগ্রাসী বোলার।

অভিষেকের পর ৯ বছর খেলেছেন পাকিস্তানের হয়ে। এখন দলে না থাকলেও সময় ফুরিয়ে যায়নি। আরো কিছুদিন তাই খেলে যেতে চান। কিন্তু সুযোগ না পেলে ক্যারিয়ারের পরবর্তী সময়টা দিতে চান রাজনীতিতে।

পাক প্যাশনকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন জুনায়েদ। তিনি বলেন- আমার লক্ষ্য জাতীয় দলে ফেরা। আমি মনে করি এখনও ৪-৫ বছর ক্রিকেট খেলতে পারবো আমি। তবে আল্লাহ যদি এটা না চান, আমি যদি জাতীয় দলে ফিরতে না পারি, তাহলে আমি রাজনীতিতে নাম লেখাবো। কারণ আমার পরিবার এ লাইনে রয়েছে অনেকদিন ধরেই।

গত নির্বাচনে তার বাবাকে একটি আসনের প্রস্তাব দেয়া হয়েছিল। তাতে আগ্রহ দেখাননি তিনি। তবে বাবার পথে হাঁটবেন না জুনায়েদ। রাজনীতিতে আসতে চান এ ফাস্ট বোলার। বাইশ গজের মতো গুরুত্বপুর্ণ ভূমিকা রাখতে চান দেশের রাজনীতিতে।

এ বাঁহাতি বলেন- সবশেষ নির্বাচনে জাতীয় সংসদে আমার বাবাকে একটি আসন প্রস্তাব করা হয়েছিল। তবে তিনি রাজি হননি। তবে আমি যদি জাতীয় দলে ফিরতে না পারি, তাহলে রাজনীতিতে ক্যারিয়ার গড়ার চেষ্টা করব। রাজনীতিতে আমার মূল লক্ষ্য থাকবে দেশের খেলাধুলার জন্য ভালো কিছু করা।

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD