আইসিসির সভায় টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। পিছিয়ে গেছে আগামী মাস পর্যন্ত। এমতাবস্থায় শ্রীলঙ্কা সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অথচ, একদিন আগেই এই সফরে যাওয়ার খবর ফলাও করে প্রকাশ করেছিল ভারতীয় মিডিয়া। এবার বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর সফর স্থগিত হওয়ার ব্যাপারটি আজ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
এফটিপি অনুযায়ী চলতি জুন মাসে শ্রীলঙ্কা সফরের কথা ছিল ভারতের। গতকাল বুধবার ভারতের শীর্ষ মিডিয়াগুলো শ্রীলঙ্কান একটি পত্রিকার বরাত দিয়ে জানিয়েছিল, এই সফরের ব্যাপারে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে বিসিসিআই। এ বিষয়ে ভারত সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে তারা। অনুমতি পেলেই সফর চূড়ান্ত তবে। কিন্তু একদিন পরই করোনাভাইরাসের কারণে সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে দুই বোর্ড।
এই সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারত-শ্রীলঙ্কার। করোনাভাইরাসে শ্রীলঙ্কায় এখনও পর্যন্ত মাত্র ১১ ব্যক্তির মৃত্যু হয়েছে। আর সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১৮৭৩ জন। দেশটিতে এখন লকডাউন শিথিল করে খেলাধুলা শুরু করা হচ্ছে। তবে আন্তর্জাতিক ম্যাচ এখনও বহুদূর। আজ এক বিবৃতিতে লঙ্কান বোর্ড জানিয়েছে, ‘বর্তমান পরিবেশ এখনও কোনো সিরিজ আয়োজনের জন্য ইতিবাচক নয়। এ কারণে সিরিজটি স্থগিত ঘোষণা করা হলো।’
এখন শ্রীলঙ্কাকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের জন্য।