রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

লিবিয়ায় গৃহযুদ্ধ বন্ধের আহ্বান পোপ ফ্রান্সিসের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২০

 

লিবিয়ায় ক্ষমতা দখলের জন্য দীর্ঘদিন ধরে লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) প্রধান জেনারেল খলিফা হাফতার ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকোর্ডের (জিএনএ) গৃহযুদ্ধ চলছে। সেই সহিংসতা বন্ধের আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস। এ বিষয়ে আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, গৃহযুদ্ধ বন্ধ করে আপনারা শান্তির পথ খুঁজুন। দুই পক্ষের আলোচনার জন্য আন্তর্জাতিক মহলকে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি সেখানে থাকা উদ্ধাস্তু ও অভিবাসীদের রক্ষা করাও তাদের দায়িত্ব।

মিডল ইস্ট মনিটররের বরাতে জানা যায়, রোববার সেন্ট পিটার্স স্কয়ার থেকে বিশ্ববাসীর উদ্দেশে এক বাণীতে এ কথা বলেন তিনি। পোপ বলেন, ২০১১ সালে ন্যাটো কর্তৃক লিবিয়ার স্বৈরশাসক গাদ্দাফির পতনের পর দেশটিতে কোনো সুসংগঠিত সরকার গঠন হয়নি। যার ফলে ক্ষমতা দখলের লড়াইয়ে শুরু হয় গৃহযুদ্ধ।

গত পাঁচ বছর ধরে দেশটি পূর্ব ও পশ্চিম এই দুই অঞ্চলে বিভক্ত হয়ে আছে। পূর্বাঞ্চল দখল করে আছে খলিফা হাফতার আর পশ্চিমাঞ্চল দখল করে আছে জিএনএ। এই দুই পক্ষের প্রায়ই রাস্তায় সংঘর্ষ হয়। দুই পক্ষের সশস্ত্র বাহিনী আছে। তারা সব সময় লিবিয়ার রাস্তায় মহড়া দিতে থাকে।

পোপ বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধ করে বলছি, যাদের রাজনৈতিক ও সামরিক দায়বদ্ধতা আছে তারা লিবিয়ায় পরিস্থিতি শান্ত করার একটি উপায় খুঁজে বের করুন। এই সহিংসতা বন্ধ করুন। দেশটিতে স্থিরতা ও ঐক্য ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু করুন আপনারা।

দুই পক্ষকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্র সমর্থন দিচ্ছে। যার কারণে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। জিএনএ-কে সমর্থন দিচ্ছে তুরস্ক আর হাফতারকে সমর্থন দিচ্ছে আরব ও ইউরোপের কিছু রাষ্ট্র। দুই পক্ষই তেলসমৃদ্ধ লিবিয়ায় সরকার গঠন করতে মরিয়া।

সম্প্রতি আরব লীগ জিএনএ-কে সমর্থন দিয়ে হাফতারকে কোণঠাসা করে ফেলেছে। গত সপ্তাহে এলএনএ নিয়ন্ত্রণে থাকা লিবিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় সামরিক অভিযান পরিচালনা করেছে দেশটির সরকার সমর্থিত সেনাবাহিনী। সে অভিযানে তারা সিরতে ও আল-জাফরার মতো বিখ্যাত ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহর নিজেদের দখলে নিয়েছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD