শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন

শুধু চশমা পরে শ্যুটিংয়ে অংশ নিয়ে পদক জিতে ভাইরাল ইউসুফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

অলিম্পিকের শ্যুটিং ইভেন্টে অংশ নিতে অনেক শ্যুটার নানা ধরনের গিয়ার ব্যবহার করেন। চোখে পরেন দুই ধরনের বিশেষ লেন্স, যাতে সবচেয়ে ভালো দেখা যায় এবং ব্লারও হয়। কানে পরেন শব্দদূষণরোধক হেডফোন। যাতে মনোযোগে কোনো বিঘ্ন না ঘটে। এছাড়া কেউ কেউ আরও বেশ কিছু গিয়ার ব্যবহার করেন।

কিন্তু এবারের অলিম্পিকে কিছুই না পরে কেবল চশমা পরে খেলে এবং পদক জিতে ভাইরাল হয়েছেন তুরস্কের শ্যুটার ইউসুফ ডিকেচ। মঙ্গলবার ১০ মিটার এয়ার পিস্তলের মিশ্র ইভেন্টে রৌপ্য জিতেন তিনি ও তার স্বদেশি সেভাল ইলায়দা তারহানকে নিয়ে। যা ছিল এবারের অলিম্পিকে তুরস্কের প্রথম এবং শ্যুটিং ইভেন্টে প্রথম পদক।

৫১ বছর বয়সী ইউসুফ অবশ্য অলিম্পিকে আনাড়ি নন। তিনি সেই ২০০৮ সাল থেকে নিয়মিত অংশ নিচ্ছেন। এ নিয়ে পঞ্চমবাারের মতো অলিম্পিকের আসরে খেললেন তিনি। তবে এবারই প্রথম পদকের দেখা পেলেন তিনি। আরও আবার এলেন, খেললেন এবং পদক জয় করলেন স্টাইলে। মনে হচ্ছিল তাকে ধরে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে শ্যুটিংয়ে।

কেউ কেউ বলছে তুরস্ক তাদের কোনো হিটম্যানকে ধরে অলিম্পিকে পাঠিয়ে দিয়েছে এবং তিনি নিজের স্টাইলে রৌপ্য জিতে এনে দিয়েছেন দেশকে। এমনকি ইলন মাস্কও শেয়ার করেছেন তার ছবি। ক্যাপশনে লিখেছেন ‘নাইস’।

তার শটের সময় পকেটে হাত দিয়ে নিজস্ব ঢংয়ে শ্যুট করেন ইউসুফ। সাবিয়ার দামির মিকেচ ও জোরানা আরুনোভিচের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেন ইউসুফ ও তারহান। ১৬-১৪ পয়েন্টের ব্যবধানে হেরে স্বর্ণপদক হাতছাড়া করেন তারা।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD