লাইট নিউজ প্রতিবেদক : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই পাঁকতে শুরু করেছে ধান। কৃষকের মুখে হাসির রেখা থাকার কথা থাকলেও কপালে পড়েছে চিন্তার ভাঁজ। কারণ প্রত্যেক বছর অন্যান্য জেলা থেকে কৃষকরা এসে পারিশ্রমিকে ধান কাটে। কিন্তু এ বছর কোটালীপাড়াসহ পুরো গোপালগঞ্জ লকডাউন থাকায় আসতে পারছেন না বাইরের শ্রমিকরা। তাই বিপাকে পড়েছেন কৃষকরা।
আর এ অবস্থা থেকে উদ্ধার করতে উপজেলা নির্বাহী অফিসার নিয়েছেন একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি চালু করেছেন “চাষীর হাসি” সেল। এর মাধ্যমে উপজেলার যারা সেচ্ছাসেবক হিসেবে এবং শ্রমজীবী হিসেবে ধান কাটতে আগ্রহী,তারা ফোনে যোগাযোগ করে বা যার যার ইউনিয়ন পরিষদের থেকে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে পারবেন। এদের মধ্যে থেকে প্রয়োজনে ডেকে নিতে পারবেন কৃষকেরা।
এর তত্ত্বাবধানে রয়েছে কোটালীপাড়া কৃষি অফিস ও উপজেলা প্রশাসন।
লাইট নিউজ/ফামুরা